আর্কাইভ থেকে আইন-বিচার

এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেয়া হয়। 

ঢাকার বিশেষ জজ আদালত-চার এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

ফারমার্স ব্যাংক যা বর্তমানে পদ্মা ব্যাংক। এই ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ১০ জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন , দুদক । 

মামলার আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী। ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ছয়জন আছেন জামিনে। সুরেন্দ্র কুমার সিনহা, ফারমার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী আহমেদ, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় পলাতক রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন