প্রকাশ পেল ‘পুষ্পা টু’ সিনেমার প্রথম পোস্টার
২০২১ সালে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুস্পা’ মুক্তির পর ব্যাপক সাড়া পেয়েছিল। রীতিমতো ঝড় তুলেছিল বক্স-অফিসে। আবারও ধামাকা নিয়ে আসছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা।
শরীরে লেবুর মালা, ফুলের মালা, চন্দন এবং গলায় ভারী গয়না। আঙ্গুলে ভারী আংটি, হাতে চুড়ি, নীল শাড়ি এবং ব্রোকেড ব্লাউজ, সারা শরীরে ও মুখে নীল রঙ। এক হাতে রিভলভার- যেন রুদ্র রূপে এসেছেন সেই পুষ্পা!
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমার প্রথম পোস্টার। মূলত অভিনেতার জন্মদিন উপলক্ষেই এই পোস্টারটি প্রকাশ করা হয়েছে।
আর সেই পোস্টারে আল্লু অর্জুনের লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। আসলে কী হতে চলেছে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে!
হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। সিনেমায় আল্লু অর্জুন ছাড়া আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। চলতি বছরের শেষে অথবা আগামী বছরে মুক্তি পাবে সিনেমাটি।
খবর : হিন্দুস্তান টাইমস