কলকাতার পরবর্তী ম্যাচেই দলের সঙ্গে থাকবেন লিটন
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পূর্ণ সময়ের জন্য লিটনকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে নির্ধারিত সময়ের একদিন আগেই। এরপর থেকে ক্রিকেট ভক্তদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে কবে কলাকাতায় যোগ দিবেন লিটন। অবশেষে জানা গেল সেই তারিখ।
আগামীকাল রোববার (৯ এপ্রিল) দেশ ছাড়বেন লিটন। বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তথ্য।
টেস্টে খুব ভালো করতে না পারলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন। যদি কলকাতার জার্সিতে একাদশে সুযোগ পান এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে লিটনের থেকে ভালো পারফরম্যান্সই উপহার পাবে কেকেআর।
তবে প্রথম ম্যাচে মাঠে নামার জন্য লিটনকে কত সময় অপেক্ষা করবে দলটি সেটিই এখন দেখার বিষয়।