শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!
সবাই আসলে আমাকে নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়তো এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে, দিনশেষে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে, একটা পরিবার আছে। এ ঘটনায় আমি খুবই বিরক্ত। একদমই ভালো লাগছে না আর। বললেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
টালিউডের এই অভিনেত্রী ফের বিপাকে পড়েছেন। তার বিরুদ্ধে থানায় জমা পড়েছে প্রতারণার অভিযোগ।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি শপিংমলে যৌথভাবে জিম সেন্টার চালু করেন শ্রাবন্তী। ‘দ্য ফিটনেস অ্যাম্পায়ার’ নামের সে ব্যায়ামাগারে বহু মানুষ ভর্তি হয়। কিন্তু সম্প্রতি সেটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে। আর এ কারণেই ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা। তারাই শ্রাবন্তীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়টি জানার পর একপ্রকার বিরক্তি প্রকাশ করেই শ্রাবন্তী বলেন, অনেক দিন ধরে আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল, তখন আমি ছিলাম। কিন্তু বহুদিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে। টাকা পয়সার কোনো লেনদেনও কেউ দেখাতে পারবেন না।
খবর : হিন্দুস্তান টাইমস