‘নাতি কোটায়’ সংসদে সময় বেশি চাইলেন নাসিমপুত্র
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র সংসদ সদস্য তানভীর শাকিল জয়। বক্তব্যের এক পর্যায়ে তার সময় ফুরিয়ে আসায় স্পিকারের কাছে ‘নাতি কোটায়’সময় চাইলেন নাসিমপুত্র। সংসদে হাসির রোল পড়ে যায়। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে অল্প একটু সময় বাড়িয়ে দিয়েন, প্লিজ মাননীয় স্পিকার।’
শনিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে এ আলোচনায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। তানভীর শাকিল জয় তার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আরও একবার বলেন, ‘মাননীয় স্পিকার আরেকটু সময় দেবেন। নাতি কোটা... প্লিজ মাননীয় স্পিকার।’ এসময় সংসদ সদস্যদের সঙ্গে ডেপুটি স্পিকার নিজেও হেসে ফেলেন। জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, আর দুই মিনিট বলুন।’
প্রসঙ্গত, তানভীর শাকিল জয় জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর প্রপৌত্র। এম মনসুর আলী মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পুত্র মোহাম্মদ নাসিমও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হন। তিনি ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
https://youtu.be/nuGJLhf-ny8