আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

লিগ ওয়ানে আগের টানা ম্যাচ হেরে বেশ সমালোচনাতেই পড়েছিল পিএসজি। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও পরাজয়ের ফলে কোনঠাসা হয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের এক ম্যাচ পর ঘুরে দাঁড়ালো ক্রিস্তফ গালতিয়েরের শীষ্যরা।টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে মেসির গোলে স্বস্তির হাসি ফরাসি ভক্তদের মুখে। একইসঙ্গে মেসি রেকর্ড বইয়েও নিজের নাম তুলেছেন। তিনি ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। শনিবার (৮ এপ্রিল) অ্যালিয়াঞ্জ রিভেইরায় স্বাগতিক নিসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। প্যারিসিয়ানদের পক্ষে লিওনেল মেসি ও সার্জিও রামোস গোল দুটি করেন। ইউরোপীয় ক্লাবের হয়ে ৭০১ গোল করতে বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের স্ট্রাইকার রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ। সেখানে তাকে ছাপিয়ে গেছেন পিএসজি ফরোয়ার্ড মেসি। ৮৪১ ম্যাচ তিনি ৭০২তম গোল করেছেন। কাতারে মরুর বুকে ঝড় তোলা আর্জেন্টিনা বহু আরাধ্য বিশ্বকাপের সোনালী ট্রফি ছিনিয়ে নিয়েছে। আলবিসেলেস্তাদের সেই অর্জনে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেসি। এরপর তিনি গড়ছেন একের পর এক রেকর্ড। ২০০৫ সালে অভিষেকের পর বার্সেলোনার জার্সিতে ৬৭২টি গোল করেছেন মেসি। পিএসজির জার্সিতেও করেছেন ৩০ গোল। মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক।

এ সম্পর্কিত আরও পড়ুন