আল্পস পর্বতমালায় তুষারধস, নিহত ৪
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
সোমবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতরা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, তিন হাজার ৫০০ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
এদিকে স্থানীয় ডেপুটি মেয়র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে দুইজন ট্যুর গাইড ছিলেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।
নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেছেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারপাতের ঘটনা ঘটেছে। এমন দুর্ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। যারা মারা গেছে তারা আমাদের পরিচিত। আমাদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।