আর্কাইভ থেকে বাংলাদেশ

সিশেলসের বিপক্ষে জয় পেতে ব্যর্থ জামালরা

সিশেলসের বিপক্ষে জয় পেতে ব্যর্থ জামালরা

এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দুর্বল সিশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। ফলে সাফের পর প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টেও হতাশা সঙ্গী লাল-সবুজের। 

ভারী বৃষ্টির কারণে দুই দফায় পেছানোর পর বুধবার কলম্বোর রেসকোর্স মাঠে শুরু হয় এই ম্যাচটি। যেখানে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে কোচ মারিও লেমোসের শিষ্যরা। ফলাফলটাও পেয়ে যায় ম্যাচের সপ্তদশ মিনিটে। দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেয় মোহাম্মদ ইব্রাহিম। 

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল। তবে বিরতির পর থেকেই বাংলাদেশের রক্ষণভাগে বারবার চিড় ধরায় সিশেলসের ফুটবলাররা। বেশ কয়েকটি সহজ সুযোগও হাতছাড়া করে দলটি। তবে ম্যাচ শেষের মাত্র তিন মিনিট আগে সমতা ফেরান রশিদ ড্যান ল্যাবরোস।

সেই গোলেই জয়হীন থাকতে হয় জামাল-তপুদের। এই নিয়ে সব মিলিয়ে চার ম্যাচ জয়হীন থাকল দল। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারানোর পরের তিন ম্যাচে ভারত ও নেপালের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ; হেরেছিল মালদ্বীপের কাছে। 

যদিও অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে শুরু করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ফুটবলাররা। তবে র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষেও জয় না পাওয়াটা বড় ধাক্কাই বলা চলে। এর আগের দিন ড্র দিয়ে শুরু করেছে টুর্নামেন্টের বাকি দুই দল মালদ্বীপ ও শ্রীলঙ্কা।  

এস

এ সম্পর্কিত আরও পড়ুন