খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধর
খাগড়াছড়ির মাটিরাঙ্গা তবলছড়ি ইউপির ১নং ওয়ার্ডে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ করেছে নৌকার প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণের কেন্দ্রে এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্বাচনসংশ্লিষ্টদের কাছে এমন অভিযোগও দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী তার অভিযোগে জানান, ভোটকেন্দ্রে প্রকাশ্যে সিল মারছে নৌকার প্রার্থীরা। এসময় আমার এজেন্ট বাধা দিলে তারা মারধর শুরু করে। এমন হতে থাকলে কেন্দ্রে বড় ধরনের সংঘাত ঘটতে পারে। যদি প্রশাসন বিষয়টি মাথায় রেখে সুস্থ নির্বাচন না করে তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক।
এদিকে কেন্দ্রের চারপাশে প্রার্থীদের অবৈধ ক্যাম্প করার কারণে দুই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো।
তিনি বলেন, নির্বাচনবিধি লঙ্ঘন করায় ২০১৩ সালে আইন অনুযায়ী এই দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। কোনো প্রকার অসৎ কার্যক্রম করা যাবে না। কেউ যদি কোনো অন্যায় কাজ করে বা করতে চায় তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হবে।
মুক্তা মাহমুদ