নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দেয়ালের সঙ্গে ধাক্কা, ৩ কিশোর নিহত
টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার রুহুলী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।
নিহতরা হলো- ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের ইলিয়াসের ছেলে মো. রাকিব (১৭), একই গ্রামের আবদুর রশীদের ছেলে আসাদুল (১৮) ও চিতুলিয়া পাড়া গ্রামের আবদুল বাছেদের ছেলে মকবুল হোসেন (১৯)।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রাকিব গতকাল বৃহস্পতিবার নতুন মোটরসাইকেল কিনে। গতকাল সে বন্ধুদের নিয়ে বাইক চালায়। আজও মকবুল ও আসাদকে নিয়ে ঘুরতে বের হয়। উপজেলার মাটিকাটা এলাকা থেকে বাইক যোগে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিকে যাচ্ছিল। পথে রুহুলি এলাকায় একটি দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় তাদের বাইকটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরিবহন শ্রমিক বলে জানা গেছে।