আর্কাইভ থেকে ক্রিকেট

লিটন বিহীন কলকাতার বড় ব্যবধানে হার

আইপিএলে দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরিতে ১৮৫ রান কলকাতা নাইট রাইডার্স। জবাবে ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নিয়েছে মুম্বাই।

রবিবার ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে কলকাতা। ফলে দলে জায়গা হয়নি টাইগার ক্রিকেটার লিটন দাসের।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচণা হয়নি কলকাতার। ৫ বল খেলে শূন্য রানে ফিরে যান ওপেনার জগদীসান। এরপর মাত্র ৮ করে ফিরে যান আরেক ওপেনার আফগান ব্যাটার রহমনুল্লাহ গুরবাজ। কিন্তু ওয়ান ডাউনে খেলতে নামা ভেঙ্কটেশ আইয়ার ছিল অবিচল।

অধিনায়ক নীতিশ রানা ও শার্দূল ঠাকুর ফিরে গেলেও ভেঙ্কটেশ  তুলে নেন সেঞ্চুরি। ৫১ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংসে হাঁকান ৯ টি ছক্কা ও ৬ টি চার।  শেষ সময়ে এসে আন্দ্রে রাসেলের ২১ রানের সুবাদে ১৮৫ রান সংগ্রহ করে কলকাতা।

জবাবে খেলতে নেমে শুরু থেকে ঝড়ো ব্যাটিং শুরু করে মুম্বাই। রোহিত শর্মা ২০, ইশান কৃষাণের ৪৩ রানের সুবাদে ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় দলটি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন