আর্কাইভ থেকে দেশজুড়ে

ঐতিহ্যবাহী জল উৎসবে মেতেছে মারমারা

রাঙামাটিতে বৈসাবি উপলক্ষ্যে পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে মনোরম এই অনুষ্ঠান। মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) প্রতি বছরই এই অনুষ্ঠান আয়োজন করে এসেছে।

রোববার (১৬ এপ্রিল) রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব।

এবারের উৎসবের স্লোগান ছিল ‘পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন’।

পিতলের মং ঘণ্টা বাজিয়ে এবারের সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

প্রসঙ্গত, পার্বত্য জেলায় বসবাসরত দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ ছাড়াও কয়েক হাজার বাঙালি এই উৎসবে অংশগ্রহণ করেন। পাহাড়ি বাঙালির পদধূলিতে এক মহামিলন মেলায় পরিণত হয় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব।

 

এ সম্পর্কিত আরও পড়ুন