আর্কাইভ থেকে জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ প্রতিরোধ করা যায় না: জাফরুল্লাহ

ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ প্রতিরোধ করা যায় না। এই আইন দিয়ে কারো মুখ বন্ধ রাখা যাবে না। বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার সকালে তোপখানা রোডে একটি সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন তিনি। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, লেখক মুশতাককে নি:সন্দেহে হত্যা করা হয়েছে। এই কালো আইনকে এখনই কবর দিতে হবে। এই আইন ব্যাক্তি বাক স্বাধীনতার পরিপন্থী।

এসময় লেখক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমি দাবি করছি লেখক মুশতাকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।

গতকাল রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা যান লেখক মুশতাক আহমেদ। গত বছরের মে মাসে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন