আর্কাইভ থেকে আন্তর্জাতিক

দ্রুত যুদ্ধ শেষ করতে ‘আগ্রহী’ রাশিয়া

যত দ্রুত সম্ভব রাশিয়া ইউক্রেনে যুদ্ধ সমাপ্ত করতে চায়। বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে রাশিয়া ‘আগ্রহী’।

ব্রাসিলিয়ায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাইরো ভিইরার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ এ কথা বলেন।

ল্যাভরভ ইউক্রেনের পরিস্থিতি বোঝার জন্য তার ব্রাজিলিয়ান বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সম্ভাব্য সমাধানের সন্ধানে ব্রাজিল ‘অবদান রাখার ইচ্ছা প্রকাশ’ করায় রাশিয়া কৃতজ্ঞ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

ইউক্রেন বলছে, ক্রিমিয়াসহ এবং কিয়েভের সব অঞ্চল রাশিয়ার সেনারা ছেড়ে দিলেই কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন