আর্কাইভ থেকে ফুটবল

চিলির হারে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে, কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করলো আর্জেন্টিনা। বাছাইপর্বের ১৩তম ম্যাচে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে আলবিসেলেস্তেরা। তবে এবার চিলির বিপক্ষে ইকুয়েডরের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল আলবেসিলেস্তাদের।

ব্রাজিলের বিপক্ষে  জয় পেলেই বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে যেতো মেসিদের। তবে কিছুক্ষণ পরেই দিনের আরেক ম্যাচ সুখবর এনে দেয় তাদের। ইকুয়েডরের বিপক্ষে চিলির হারে লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপে উঠে যায় আর্জেন্টিনা।

১৩ ম্যাচ খেলে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। আগের ম্যাচেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।  

 অন্য অন্যম্যাচে চিলিকে ২-০ গোলে হারিয়ে, টেবিলের তৃতীয় স্থান সংহত করেছে ইকুয়েডর। গোল দুটি করেন পেরভিস এস্তুপিনান ও মোসেস সিসেদো।

এ সম্পর্কিত আরও পড়ুন