ড্র করে রক্ষা পেলো আর্সেনাল
লিগ টেবিলের শীর্ষ দলের সঙ্গে তলানির দলের ম্যাচ। কিন্তু সবচেয়ে নিচের সাউথ্যাম্পটনই কার্যকর হয়ে উঠল গোলমুখে। ২৮ সেকেন্ডে পিছিয়ে পড়ার পর চতুর্দশ মিনিটে আরেক গোল হজম করল আর্সেনাল। পরে শেষ দিকের ঝলকে কোনোমতে হার এড়াল মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-৩ ড্র করেছে আর্সেনাল। সাউথ্যাম্পটনের তিন গোলদাতা কার্লোস আলকারাস, থিও ওয়ালকট ও দুয়ে চালেতা-চার। আর্সেনালের গোলদাতা গাব্রিয়েল মার্তিনেল্লি, মার্টিন ওডেগোর ও বুকায়ো সাকা। এই ড্রয়ে আর্সেনালের ১৯ বছর পর লিগ শিরোপা জয়ের আশা ফিকে হয়ে গেল কিছুটা। বাড়ল ম্যানচেস্টার সিটির সম্ভাবনা। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে যদিও এখনও শীর্ষে আর্তেতার দল, কিন্তু ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটি তাদের চেয়ে ম্যাচ কম খেলেছে দুটি।