আমি বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না : শেখ হাসিনা
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না। আমি নিজে গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কাজেই তার স্বপ্নপূরণ করাই আমার কর্তব্য। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানের যে চেষ্টা, যা আমি বাবার কাছ থেকে শিখেছি, তা আমি করার চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমি আমার বাবা-মা-ভাইকে হারিয়েছে, তাই বাংলার মানুষের মাঝেই আমি তাদের খুঁজে পাই। আমার ব্যক্তিগত জীবনের কোনো চাহিদা নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে। দুই বেলা খেতে পারছে। উন্নয়নের যে ধারা আমরা শুরু করেছি, তা অব্যাহত রাখতে হবে। সরকারপ্রধান বলেন, পদ্মাসেতু করে দিয়েছি, রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছে, এর ফলে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে। আগে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে রাস্তায় আটকে থাকতে হতো। কিছুটা সময় লাগলেও এবার আগের মতো দিন-রাত মানুষকে রাস্তায় বসে থাকতে হয়নি। তিনি বলেন, বিশ্বব্যাপী খাদ্যমূল্য বেড়ে গেছে, অনেক উন্নত দেশ খাদ্য রেশন করে দিচ্ছে, অর্থাৎ পরিমাণের বেশি কিনতে পারবেন না বলা হচ্ছে। বাংলাদেশে কিন্তু সে অবস্থা নেই। তারপরও আমি বলব, যার যেখানে জমি আছে, যতটুকু সম্ভব যেন চাষ করেন। অন্ততপক্ষে যেন নিজেদের খাবার দাবার উৎপাদন করা যায়। শেখ হাসিনা বলেন, বারবার আগুনের ঘটনা অগ্নি সন্ত্রাসীদের চক্রান্ত কি না ভাবতে হবে। বারবার আগুন লাগায় সন্দেহ তৈরি হয়, যে শ্রেণি ২০১৩, ২০১৪, ২০১৫ সালে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে; তারাই আগুন দিচ্ছে কি না। তাদের হাত থেকে গাড়ি, ট্রেন, লঞ্চ কিছুই রক্ষা পায়নি, আগুন দিয়েছে। এরা কারা আপনারা জানেন। সবাইকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এবারের রমজানে কেউ যেন কষ্ট না পায় এ জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। রমজানে দলের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করিনি। সবাইকে আহ্বান জানিয়েছিলাম সাধারণ মানুষকে সহযোগিতা করতে। আমি নেতাকর্মীদেরর ধন্যবাদ জানাই, প্রত্যেকেই যে যার জায়গা থেকে সাধারণ মানুষের সাহায্য করেছে। এমনকি সরকারি কর্মচারীজীবীরাও পাশে থেকেছে।