আর্কাইভ থেকে জাতীয়

বারবার আগুন অগ্নি সন্ত্রাসীদের চক্রান্ত কি না : প্রধানমন্ত্রী

বারবার আগুনের ঘটনা অগ্নি সন্ত্রাসীদের চক্রান্ত কি না ভাবতে হবে। বারবার আগুন লাগায় সন্দেহ তৈরি হয়, যে শ্রেণি ২০১৩, ২০১৪, ২০১৫ সালে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে; তারাই আগুন দিচ্ছে কি না। তাদের হাত থেকে গাড়ি, ট্রেন, লঞ্চ কিছুই রক্ষা পায়নি, আগুন দিয়েছে। এরা কারা আপনারা জানেন। সবাইকে সজাগ থাকতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২২ এপ্রিল) সকালে গণভবনে আগত সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, নিউমার্কেট-বঙ্গবারজারসহ অন্যান্য এলাকায় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কি না দেখতে হবে। এসব আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার পক্ষ থেকে তাদের ঈদ উপহার দিয়েছি। শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ আর্থ-সামাজিকভাবে উন্নতি করতে সক্ষম হয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেন, এবারের রমজানে কেউ যেন কষ্ট না পায় এ জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। রমজানে দলের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করিনি। সবাইকে আহ্বান জানিয়েছিলাম সাধারণ মানুষকে সহযোগিতা করতে। আমি নেতাকর্মীদেরর ধন্যবাদ জানাই, প্রত্যেকেই যে যার জায়গা থেকে সাধারণ মানুষের সাহায্য করেছে। এমনকি সরকারি কর্মচারীজীবীরাও পাশে থেকেছে। প্রধানমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না। আমি নিজে গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কাজেই তার স্বপ্নপূরণ করাই আমার কর্তব্য। শেখ হাসিনা বলেন, আমার নিজের জন্য কিছু চাওয়ার নেই। জনগণের চাওয়াই আমার চাওয়া। জনগণ শান্তিতে থাকলে তাতেই আমার শান্তি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে। দুই বেলা খেতে পারছে। উন্নয়নের যে ধারা আমরা শুরু করেছি, তা অব্যাহত রাখতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন