আর্কাইভ থেকে ফুটবল

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

উয়েফা ইউরোপা লিগের শেষ ৩২ এর খেলা শেষে যোগ্যতার নিরিখে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলগুলো। শেষ ষোলোর উভয় লেগ মার্চে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে শেষ ষোলোতে জায়গা করে নেয়া দলগুলোর ড্র অনুষ্ঠিত হয়েছে।

ড্রতে ইংলিশ ক্লাব আর্সেনাল ও অলিম্পিয়াকোস একে অপরকে পেয়েছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে এসি মিলানকে। ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এসি মিলানের মুখোমুখি হয়েছিল রেড ডেভিলরা। সেবার ইতালির ক্লাবটিকে প্রথম লেগে ৩-২ ব্যবধানে ও ফিরতি লিগে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

এদিকে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মুখোমুখি হবে ইউক্রেনের ডায়নামো কিয়েভ। আরেক স্প্যানিশ ক্লাব গ্রানাডা পেয়েছে নরওয়ের ক্লাব মোল্ডেকে।

ড্র শেষে দলগুলোর অবস্থান
আয়াক্স আমস্টারডাম-ইয়াং বয়েজ
ডায়নামো কিয়েভ-ভিয়ারিয়াল
এএস রোমা-শাখতার দনেৎস্ক
অলিম্পিয়াকোস-আর্সেনাল
ডায়নামো জাগরেব-টটেনহ্যাম হটস্পার
ম্যানচেস্টার ইউনাইটেড-এসি মিলান
স্লাভিয়া প্রাগু-রেঞ্জার্স
গ্রানাডা-মোল্ডে

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন