আর্কাইভ থেকে ফুটবল

ক্লাবে সমালোচিত রোনালদো পর্তুগালে এখনও ‘মূল্যবান’

কাতার বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যায়নি ক্রশ্চিয়ানো রোনালদোর। বসে থাকতে হয়েছে ডাগআউটে, চোখের জলে মরক্কোর কাছে হেরে নিয়েছেন বিদায়। বিশ্বকাপ চলাকালীন সময়ে ছেড়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর পাড়ি জমান সৌদি ক্লাব আল-নাসরে।

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ক্লাবে এসে হয়েছেন আরও হতাশ। বাজে ফর্মের সঙ্গে নানান আচরণের কারণে হয়েছেন সমালোচিত। তবে রোনালদোকে জাতীয় দলে এখনো ‘মূল্যবান’ মনে করছেন কোচ রবার্তো মার্টিনেজ। ৩৮ বছরের রোনালদোকে  ২০২৪ ইউরোতেও খেলবেন  এমনই আশা করছেন তিনি।

পর্তুগিজ টেলিভিশন আন্তেনা ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন ‘ফুটবলবিশ্বে তার মতো ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ফুটবলার নেই। তার এই অভিজ্ঞতাটা আমাদের কাছে অনেক কিছু। সে এখনও পর্তুগাল দলের মূল্যবান খেলোয়াড়।’

২০২৪ ইউরো ভাবনাতেও রোনালদো আছেন এমনটি জানিয়ে তিনি বলেন ‘গত মার্চে আমরা যে দুটো ম্যাচ খেলেছি, সেখানে রোনালদোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি মনে করি, তার এই ইতিবাচক ভূমিকা সামনের দিনেও অব্যাহত থাকবে। মাঠে এবং ড্রেসিংরুমে সে ভীষণ গুরত্বপূর্ণ একজন। সে দলের জন্য নির্ণায়ক ভূমিকা পালন করে। কারণ সে একজন দুর্দান্ত স্ট্রাইকার। তাঁকে অবশ্যই এই ফর্মে পেতে চাই।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন