আর্কাইভ থেকে দেশজুড়ে

সারাদেশে বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৯ এপ্রিল) বিভিন্ন সময় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে রাজশাহী বিভাগেই ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনাতে কলেজ শিক্ষার্থীসহ তিনজন, সিরাজগঞ্জে দুইজন, বগুড়ায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া যশোরে একজন, পিরোজপুরে একজন, বরগুনায় একজন, শেরপুরে একজন এবং নেত্রকোনায় একজনের মৃত্যু হয়েছে।

পাবনা: রাজশাহী বিভাগের এই জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হক, সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম এবং একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামের মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল ৪টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছির শেখের ছেলে আব্দুল মালেক এবং একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলাইমান শেখ। জমিতে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা মারা যান।

বগুড়া: বিকেলে জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে বজ্রপাতে লোকমান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

যশোর: সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের চৌগাছার তেঘরী গ্রামের মাঠে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম বছির উদ্দিন।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম হোসনে আরা বেগম। বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনে অনুমতি দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন