আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব

সাকিব আল হাসান চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না।  সোমবার (২২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে। দলে রাখা হয়েছিল সাকিবকে।

সেখানে অবশ্য বলা হয়েছিল, এই অলরাউন্ডারের খেলা নির্ভর করছে তার সুস্থতার ওপর। অবশেষে মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানান, ‘সাকিবের হ্যামস্ট্রিং ইনজুরি সারেনি এখনো। তার পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না। টিম ফিজিও এবং চিকিৎসকরা সবাই মিলে তার এম আরআই রিপোর্ট দেখে আমাদের এমনটাই জানিয়েছেন। তাই সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে পারবে না।’

সাকিব বর্তমানে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। দেশে ফেরার পরেই তাকে দুইটি বিজ্ঞাপনের জন্য কাজ করতে দেখা গেছে। ঢাকা টেস্টেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন