আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীর কাটাখালির পৌর মেয়র আব্বাস বহিষ্কার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটুক্তি ও বিতর্কিত বক্তব্য দেয়ায় কাটাখালি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্বাস আলীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরী বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আবহায়কের পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়।

পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শণের নোটিশ দেয়ারও সিদ্ধান্ত হয়।

মাজদার রহমান আরও বলেন, বৈঠক শেষে কাটাখালি আহব্বায়কের পদ থেকে বহিস্কার করে তিনদিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিয়ে আব্বাসের নামে কারণ দর্শণের নোটিশ ইস্যু করা হয়েছে। জবাব পাওয়ার পর তাকে স্থায়ী বহিস্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।

এদিকে গাজিপুর মেয়রের পর এবার বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিষয়ে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর অডিও ফাঁসের ঘটনায় উত্তাল রাজশাহী। মেয়র আব্বাসকে দল থেকে স্থায়ী বহিস্কার ও তাকে গ্রেপ্তারের দাবিকে মানববন্ধন ও বিক্ষোভ করে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় পৌর মেয়র আব্বাস আলীকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়ে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট। মুক্তিযোদ্ধাদের এই মানববন্ধনে একতত্বা প্রকাশ করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন