আর্কাইভ থেকে ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগেই বৃষ্টি বাঁধা

আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে মাঠে গড়ানোর আগে আজ শুক্রবার (৫ মে) আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা।

তবে লন্ডনের ক্যামব্রিজে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে বাগড়া দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়েও টস দেওয়া যায়নি।

প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় পৌনে ৪টায়। তবে হালকা বৃষ্টির কারণে কয়টা নাগাদ ম্যাচটি মাঠে গড়াবে তা বলা যাচ্ছে না।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবকটি খেলাই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন