হাশিম আমলাকে ছাড়িয়ে গেলেন বাবর
বাবর আজম যেন এখন মাঠে নামেন শুধু রেকর্ড ভাঙতে! নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে অর্ধশতক পেয়েছেন বাবর। এই রান তোলার পথে ইনিংসের হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান করা দ্রুততম ব্যাটসম্যান এখন তিনি।
পাকিস্তান এই অধিনায়ক প্রথম ব্যাটসম্যান, যিনি ১০০ ইনিংস খেলার আগেই স্পর্শ করলেন ৫০০০ রান। আজ শুক্রবার ৯৭তম ইনিংস খেলতে নেমে নিজের ইনিংসে ১৯তম রানটি নিয়েই ৫০০০ রানের মাইলফলকে পৌঁছান বাবর।
বাবর এ রেকর্ডে ভাঙেছে দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলার রেকর্ড। প্রোটিয়া কিংবদন্তির ৫০০০ রান করতে লেগেছিল ১০১ ইনিংস।
এরপর এই তালিকায় আছেন বিরাট কোহলি ও ভিভ রিচার্ডস। ৫০০০ রানের মাইলফলক ছুঁতে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলির দুজনেরই লেগেছে ১১৪ ইনিংস। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের প্রয়োজন হয়েছে আরও এক ইনিংস বেশি।