বিনোদন

চলে গেলেন ‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

হাসি যেন সবসময় তার নখদর্পণে ছিল—মঞ্চে, পর্দায়, শব্দে এবং আমাদের স্মৃতিতে। কৌতুকের জগতে এমন একজন ছিল যিনি এক মুহূর্তে আপনার ঠোঁটের কোণে হাসির রেখা টেনে আনতেন। সেই হাসির রাজকন্যা, হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা, ৭১ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার ম্যানেজার জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে শুক্রবার মৃত্যুবরণ করেন ক্যাথরিন।

কানাডার টরন্টোতে জন্ম নেয়া ও’হারার অভিনয়জীবন শুরু হয় সেকেন্ড সিটি থিয়েটারের ইমপ্রোভাইজেশন দল দিয়ে। পরে সেকেন্ড সিটি টেলিভিশন (SCTV)-এ কাজ করে তিনি খ্যাতি অর্জন করেন। এখান থেকেই তিনি হলিউডে পা রাখেন এবং ১৯৮৮ সালের টিম বার্টনের বিটলজুস ছবিতে ডেলিয়া ডিটজ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান। ছবির ‘ডে-ও (বানানা বোট সং)’ দৃশ্যে তার অতুলনীয় অভিনয় আজও দর্শকের মনে থাকে।

দুই বছর পর, হোম অ্যালোন-এ কেভিনের মা হিসেবে তিনি এক চরিত্র গড়ে তোলেন, যা একেকজনের মনেও অমর হয়ে আছে। ছবিতে ছেলেকে ভুলে যাওয়ার পর তার আতঙ্কিত চিৎকার—“কেভিন!”—চলচ্চিত্র ইতিহাসে আজও স্মরণীয়। সহশিল্পী ম্যাকাওলে কুলকিন শোকের সঙ্গে সামাজিক মাধ্যমে লিখেছেন, “মা, আমাদের আরও সময় থাকা উচিত ছিল… আমি তোমাকে ভালোবাসি। আবার দেখা হবে।”

ও’হারার কমেডি প্রতিভা শুধুই হোম অ্যালোন বা বিটলজুস-এ সীমাবদ্ধ ছিল না। ক্রিস্টোফার গেস্ট ও ইউজিন লেভির সঙ্গে তিনি বেস্ট ইন শো, ওয়েটিং ফর গাফম্যান, এ মাইটি উইন্ড এবং ফর ইয়োর কনসিডারেশন-এ অভিনয় করে প্রশংসিত হন। বিশেষ করে ফর ইয়োর কনসিডারেশন-এ তার অভিনয়ের জন্য ২০০৬ সালে তিনি ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার পান।

কোভিডের সময়ে মুক্তিপ্রাপ্ত কানাডিয়ান সিরিজ শিটস ক্রিক-এ ধনী পরিবার রোজের পতনের গল্পে ময়রা রোজ চরিত্রে তিনি দর্শক ও সমালোচকের মন জয় করেন। এই চরিত্রের জন্য ২০২১ সালে তিনি এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। সিরিজের সহ-নির্মাতা ও অভিনেতা ড্যান লেভি বলেছেন, “ক্যাথরিন ও’হারার উজ্জ্বলতায় কাজ করার সুযোগ পাওয়া ছিল এক অসাধারণ উপহার।”

মৃত্যুর আগ পর্যন্তও তিনি নিয়মিত অভিনয়ে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি দ্য লাস্ট অব আস এবং সেথ রোজেনের দ্য স্টুডিও-তে অভিনয় করেছেন। সেখানে তার কাজের জন্য চলতি বছর অভিনেতা অ্যাওয়ার্ডসেও মনোনয়ন পেয়েছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শোক প্রকাশ করে বলেছেন, “পাঁচ দশকের বেশি সময় ধরে ক্যাথরিন ও’হারা কানাডিয়ান কমেডির এক জীবন্ত কিংবদন্তি ছিলেন।”

ক্যাথরিন ও’হারা তার স্বামী প্রোডাকশন ডিজাইনার বো ওয়েলচ এবং দুই ছেলে ম্যাথিউ ও লুককে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমী ও সহকর্মীরা এক অনন্য কৌতুক প্রতিভাকে হারানোর শোক জানাচ্ছেন।

 

হাসি ছড়িয়ে দেয়ার এক অমর নক্ষত্র এখন বিদায় নিয়েছে, কিন্তু ক্যাথরিন ও’হারার অভিনয় আমাদের মনেই চিরকাল আলোকিত থাকবে।

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন