তরবারি হাতে নতুন খেলায় মাতলেন সুস্মিতা!
মাস দুয়েক আগেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। চলতি বছরে ‘আরিয়া ৩’-এর শুটিং সেটেই হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সামাজিকমাধ্যমের পাতায় নিজের হার্ট অ্যাটাকের খবরও দেন অভিনেত্রী। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই শরীরচর্চায় ফিরেছিলেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ মতোই যে শারীরিক কসরত করছেন তিনি, জানিয়েছিলেন সুস্মিতা। এ বার রাজস্থানে ‘আরিয়া ৩’-এর শুটিং সেটে ফিরে তরবারি হাতে নতুন খেলায় মাতলেন সুস্মিতা। সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করলেন সেই ভিডিও। এত দিন তার হাতে বন্দুক ছিল। এবারে আরিয়ার হাতে তরবারি। ‘আরিয়া ৩’-এর শুটিংয়ের জন্য কালারিপায়াত্তু শিখছেন সুস্মিতা সেন। কেরলের জনপ্রিয় মার্শাল আর্টের মধ্যে কালারিপায়াত্তু অন্যতম। সদ্য মহড়া শুরু হলেও ইতিমধ্যেই যে এই মার্শাল আর্টসে বেশ হাত পাকিয়েছেন সুস্মিতা, তা স্পষ্ট ওই ভিডিও থেকেই। দিন কয়েক আগেই সমাজমাধ্যমের পাতায় তরবারি হাতে নিজের ছবি ও টিজ়ার পোস্ট করেছিলেন সুস্মিতা। হার্ট অ্যাটাকের অধ্যায়কে পেছনে ফেলে ‘আরিয়া ৩’-এর জন্য যে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছেন তিনি, তা বেশ বোঝা যাচ্ছে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তার বুকে ব্যথা হচ্ছে। তখনই এক জন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্যপরীক্ষা করানো হয় অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে কার্ডিয়োলজিস্ট বা হৃদ্রোগ বিশেষজ্ঞরা তাকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়।