শখ মেটাতে গিয়ে প্রাণ গেলো মডেলের
শহুরে মেয়ে হয়েও গ্রামের জীবনের প্রতি ছিল অমোঘ টান। ঘোড়ায় চড়তে ভালবাসতেন। সেই ঘোড়া থেকেই উল্টে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়্যার। তিনি বিশ্বের প্রথম সারির সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এমনকি, শেষ তিন জনের এক জনও ছিলেন। আচমকা এমন দুর্ঘটনার পর কোমায় চলে যান তিনি। রাখা হয় লাইফ সাপোর্টে।
অষ্ট্রেলিয়ার পোলো খেলার মাঠে ঘোড়ায় চড়ে সওয়ারিতে বেরোন। সেখানেই ঘোড়া থেকে পড়ে যান। বেশ কয়েক দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। কোনও রকমের উন্নতি দেখছিলেন না চিকিৎসকরা। শেষমেশ পরিবারের সিদ্ধান্তেই খুলে দেয়া হয় তার লাইফ সাপোর্ট। মডেল হওয়ার পাশপাশি অভিনয়েও বিশেষ আগ্রহ ছিল তার। অভিনয় জীবনে গতি আনতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি পাড়ি দেন ইংল্যান্ডে। সেখানেই পরিবারের সঙ্গে থাকার পরিকল্পনাও করেন তিনি। তবে সে সব স্বপ্ন অধরাই রয়ে গেল। মাত্র ২৩ বছর বয়সে প্রাণ গেল এই মডেলের।