অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ শুরু আজ
আজ থেকে শুরু হচ্ছে অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ। চলতি বোরো মৌসুমে সরকারিভাবে দুই টাকা বাড়ানো হয়েছে ধান-চালের দর।
পাকা ধান কেটে ঘরে তুলছেন চাষিরা। এরমধ্যেই শস্য সংগ্রহে মাঠে নামছে খাদ্য বিভাগ। জানানো হয়েছে- এবারে চালের সংগ্রহ মূল্য ৪৪ টাকা ও ধানের কেজি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, হাটে ভালো দাম পাওয়ায় গুদামে ধান দিতে আগ্রহী নন উত্তরের বেশিরভাগ চাষি। সরবরাহে অনীহা দেখিয়েছেন মিলাররাও। তাদের অজুহাত, মোটা ধানের আবাদ কম হয়েছে।
চলতি বোরো মৌসুমে ৪ লাখ টন ধান ও সাড়ে ১২ লাখ টন চাল কিনবে সরকার। সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।