রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ
কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুদের তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।
সোমবার (৮ মে) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১টায় উপজেলার ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুরা হলো, কলিমুল্লা (১০), ওমর ফারুক (৬) ও জসিম (৭)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।