আবারও কি রণবীর-দীপিকা এক হতে চলেছে!
রণবীর কাপুরের সঙ্গে আবার ছবি করছেন দীপিকা। এমনই শোনা যাচ্ছে দুই প্রাক্তনকে আবার একসঙ্গে দেখা যাবে। কিন্তু কেন? যে রণবীর দীপিকাকে ঠকিয়েছিলেন তার সঙ্গেই আবার কাজ করতে রাজি হলেন। তাতেই অবাক হচ্ছেন নেটিজেনরা। আলিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো? স্ত্রী আলিয়া নয়, দীপিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে। গুঞ্জন নেটদুনিয়ায়। রণবীরকে সন্দেহ শুরু আলিয়ার?
বিয়ে হয়েছে প্রায় ২ বছর হতে চলল। মেয়ের বাবা হয়েছেন। কিন্তু সেই রণবীর আর বদলালেন না। আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পরেও কি স্বভাব পাল্টায়নি রণবীরের?
এই দীপিকা পাডুকোনের সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন রণবীর। বলিপাড়ায় সেই সম্পর্কের কথা কারও অজানা নয়। বচনা অ্যায় হাসিনো ছবির শুটিংয়ের সময় তাঁদের প্রেম তুঙ্গে। সেই সম্পর্ক টেকেনি খুব বেশি দিন। ছবির শুটিং চলাকালীন ক্যাটরিনা কইফের প্রেমে পড়েন রণবীর। বিয়ের আগে একাধিক প্রেম করেছেন। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি তাকে ঠকিয়েছিলেন রণবীর। এমনও অভিযোগ শোনা যায়। সেই রণবীরের সঙ্গেই আবার কেন কাজ করতে চাইছেন দীপিকা?
২০১৩ সালে মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেন দীপিকা। সেই ছবির ঝলক আবার বড় পর্দায়? সম্প্রতি নিজের কাজ নিয়ে অনুরাগীদের সঙ্গে একটি ভার্চুয়াল আড্ডায় যোগ দেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই প্রসঙ্গ ওঠে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটির সিক্যুয়েল। ফের কেন পর্দায় দেখা গেল না নয়না-বানি রসায়ন আবার দেখা যাবে কি? এই প্রশ্ন তোলেন অনুরাগীরা। তাঁদের উদ্দেশেই রণবীর বলেন যে, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিক্যোয়েল বানানো হলে সত্যিই খুব ভাল হতো। তাহলে কি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর -দিপীকা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে
রণবীরের এই ইচ্ছে শুনে আলিয়ার প্রতিক্রিয়া কী? এবছর মেট গালায় ডেবিউ করেছেন আলিয়া ভাট। ফ্যাশান ডিজাইনার প্রবাল গুরুং-এর ডিজাইন করার দুধ সাদা গাউনে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে আলিয়াকে। ১ লক্ষ মুক্তো দিয়ে তৈরি হয়েছিল আলিয়ার সেই পোশাক। হলিউডে বেশ নামডাক বাড়ছে আলিয়ার। নিজের কেরিয়ার নিয়ে এখন বেজায় ব্যস্ত। সদ্য মা হয়েছেন, চুটিয়ে সংসার করছেন। এরই মধ্যে রণবীরের এই মন্তব্যে আলিয়ার মনে সন্দেহ জাগতে পারে? ভাঙা প্রেম কি আবার জুড়তে চলেছে? এই জল্পনাও বাড়ছে।