আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালে টাইগাররা স্বস্তিতে

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে দুই দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৩০ রান। খোয়াতে হয়েছিল সব উইকেট। শুধু তাই নয়, দ্বিতীয় দিনে পাকিস্তানের কোনও উইকেটের দেখাও পায়নি মুমিনুলরা।

তবে তৃতীয় দিনের সকালে স্নিন্ধতা ছড়ালেন তাইজুল ইসলান, মেহেদী হাসান মিরাজ। দুই বোলার তুলে নিয়েছেন পাকিস্তানের ৪ উইকেট।

আবিদ আলী ৯৩ রান নিয়ে সকালে ব্যাট করতে নেমে নামা নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নিয়ে অপরাজিত আছেন ১২৭ রানে। তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছে পাকিস্তান। প্রথম ইনিংসে তারা বাংলাদেশের থেকে এখনো ১২৭ রানে পিছিয়ে।

তৃতীয় দিনের শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেছে টাইগার বোলাররা। ১৪৬ রানে দিন শেষ করা পাকিস্তান তৃতীয় দিনে ব্যাট করতে নেমে তাইজুলের করা দিনের প্রথম ওভারেই হারিয়ে বসে দুই উইকেট।

ওভারের পঞ্চম বলে আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল। ১৪৬ রানের মাথায় শফিককে ৫২ রানে ফেরান এলবিডব্লুতে। ওভারের শেষ বলে আজহার আলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান সাজঘরে। টাইগারদের দুর্দান্ত দিন শুরুর পর পাক ওপেনার আবিদ আলী অবশ্য ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পান। অপরাজিত আছেন ১২৭ রানে। শফিক আর আজহারের বিদায়ের পর আবিদকে সঙ্গ দিতে আসেন বাবর আজম।

তবে বেশীক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৬৯ রানের মাথায় বাবরকে বোল্ড করে মাত্র ১০ রানেই সাজঘরে ফিরিয়েছেন মিরাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন