আর্কাইভ থেকে ক্রিকেট

আগে জানলে এমন সূচিতে সিরিজ খেলতেন না হাথুরুসিংহে

ইংল্যান্ডের মাটিতে হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। নিরপেক্ষ ভেন্যুতে এমন দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা টাইগারদের তেমন নেই।  তার ওপর যে সময়ে খেলা হচ্ছে, সেটিও উপযুক্ত নয়।

ইংল্যান্ডে এখন গ্রীষ্মের প্রথম পর্যায়। এ সময়ে বৃষ্টি আর মেঘলা আবহাওয়ারই থাকে অধিকাংশ সময়। বৃষ্টির কারণেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিটাও ঠিক মতো সারতে পারেনি সাকিব-তামিমিরা।

টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের এ নিয়ে যথেষ্ট হতাশ। সোমবার ( ৮ মে) চেমসফোর্ডে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সেই হতাশার কথাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

তিনি বলেন, ‘খুবই বিরল ঘটনা এটি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছি ইংল্যান্ডের মাটিতে। সাধারণত এমন ঘটনা ঘটে না। আমরা কাউকে দোষারোপ করছি না। আগে জানলে এমন সূচিতে খেলতেই রাজি হতাম না। কারণ, এই অবস্থায় আদর্শ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন