সব প্রার্থীর সঙ্গে সভা করতে গাজীপুর গেছেন সিইসি
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করতে গাজীপুর গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (১০ মে) সকালে গাজীপুর পৌঁছেছেন সিইসি। তার সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
গাজীপুরে কাজী হাবিবুল আউয়াল সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করবেন।
সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ওইদিন বেলা ১১টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটে প্রার্থীদের সঙ্গে এবং বিকেল সাড়ে ৩টায় একই স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানকে ইসিতে তলব, মন্ত্রীদের আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ, বৈধ্যতা না পাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের গুম হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ, আচরণবিধি প্রতিপালনে দলটির সাধারণ সম্পাদককে নির্বাচন কমিশনের চিঠি, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদকে ইসির অনুরোধ, আজমত উল্লা খানের দুঃখ প্রকাশ ইত্যাদি ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজীপুরের নির্বাচন।
মঙ্গলবার (৯ মে) প্রতীক বরাদ্দ পেয়ে বর্তমানে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।