আর্কাইভ থেকে করোনা ভাইরাস

৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ

করোনার নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী অন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। এরমধ্যে সিঙ্গেল ডোজ ছয় কোটির মতো, ডাবল ডোজ চার কোটির কাছাকাছি হয়ে গেছে। আমরা স্কুলের ছাত্র, বস্তিবাসী, সব পর্যায়ের লোকজনকে টিকা দেওয়ার জন্য একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গেছি। ফাইজারের টিকাও আমরা বিভিন্ন জেলা উপজেলায় নিয়ে গেছি। তারপরও দেখা যায় অনেকে এখনও টিকা নেননি। আগে যে আগ্রহটা পেয়েছি টিকা নেওয়ার সেই আগ্রহটা একটু কম।

আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা সবাই একমত হয়েছেন- আগে যেমন ‘নো মাস্ক, নো সার্ভিস’ ছিল ছিল, এখন আমরা বলতে চাচ্ছি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’। এটা আমাদের পরামর্শ রইল। এটা করতে পারলে আমাদের টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে, টিকা নেওয়ার জন্য লোক এগিয়ে আসবে।

এ সম্পর্কিত আরও পড়ুন