আর্কাইভ থেকে জাতীয়

‘মা’ ছাড়া কে আছে আপন!

এক অক্ষরের একটি ছোট্ট শব্দ। অথচ সব থেকে মধুর ও পবিত্র। সীমার মাঝে অসীম হলো ‘মা’।

মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে এক বুক ভালোবাসা। মা এক বর্ণের এক বিশাল নাম। অস্তিত্বের নিরাপত্তার নাম। সন্তানের জন্য মা শাশ্বত।

সুন্দর, সহমর্মিতা, সহনশীলতা, সংবেদনশীল, সংগ্রামী সবকিছুর মধ্যে যাকে পাওয়া যায় তিনি হলেন ‘মা’।

চেহারা দেখে যিনি বলে দিতে পারেন সন্তানের কি প্রয়োজন তিনিই ‘মা’। পৃথিবীর সবার কাছে খারাপ হলেও শুধু যে একজনের চোখে সবচাইতে ভালো তিনিই  হলেন ‘মা’।

অজস্র চোখের পানিতে পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করলেও সন্তানের এক ফোঁটা চোখের পানিতে যার হৃদয় কাঁদে তিনি হলেন ‘মা’।

কোনো কিছুর প্রত্যাশা ছাড়া যে মানুষটার প্রতিটি ইবাদতে সন্তানের জন্য চাওয়া, তিনি হলেন ‘মা’।

সমাজের কাছে বোকা হতে পারেন, খারাপ ছাত্র হতে পারেন, দেখতে কালো হতে পারেন কিন্তু মায়ের কাছে সেই সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। মায়ের চোখে সে সুন্দর, মায়ের কাছে সে অতুলনীয়।

দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের আদর ভালোবাসা, স্নেহ কখনো বদলায় না।

আজ বিশ্ব ‘মা’ দিবস। ভ্রুণ থেকে দশটি মাস গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই মায়ের সম্মানে তারই চরণে আজকের এ দিনে নত তাবৎ পৃথিবীর সন্তানেরা। প্রতি বছরই ক্যালেন্ডার ধরে দিবসটি আসে আবার চলেও যায়।

মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় ‘মা’ দিবস।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন