আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

বাংলাদেশ এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের চারদিনের তিন ম্যাচ আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এ’ দল ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২০ রান।

আজ  মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সফরকারীরা। শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩০ রান গড়েন দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও কির্ক ম্যাকেঞ্জি। এরপর সেই জুটি ভাঙ্গেন অফ স্পিনার সাইফ হাসান।

সাইফ হাসানের  বলে  আউট হওয়ার আগে ১২৪ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় নিজের ৮৬ রানের ইনিংসটি সাজান ম্যাকেঞ্জি। ওয়ান ডাউনে খেলতে নামা রেমন রেইফারকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় শিকার এনে দেন পেসার মুশফিক হাসান।

তৃতীয় উইকেটে  আ্যালিক  আথানেজেকে নিয়ে  দিনের খেলা শেষ করেন চন্দরপল। আ্যালিক ৩৫ ও চন্দরপল ৭০ রানে অপরাজিত আছেন। ১৯০ বল খেলে ৫টি চার মারেন চন্দরপল। বল হাতে বাংলাদেশের মুশফিক ও সাইফ ১টি করে উইকেট নেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন