নেইমারের কিনতে ৬০ মিলিয়নের প্রস্তাব দেবে চেলসি!
চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। জুনে ফ্রি এজেন্টে হয়ে ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। তার সঙ্গে ফরাসি ক্লাবটি ছাড়তে পারেন নেইমার জুনিয়রও। পিএসজিও ব্রাজিলিয়ান স্টারকে যথাযথ মূল্য পেলে ছেড়ে দিতে পারে বলেও জানা গেছে।
এছাড়াও সম্প্রতি নেইমারের বিপক্ষে পিএসজির ‘আল্ট্রাস’ সমর্থকদের বিক্ষোভের কারণে না কি নেইমার পিএসজি ছাড়ার কথা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনদের।
এবার এল ন্যাশিওনালের বরাত দিয়ে গোলডটকম বলছে, গ্রীষ্মে নেইমারকে কেনার জন্য ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে পারে চেলসি। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কেনা নেইমারকে ওই মূল্যে প্যারিসের দলটি ছাড়বে কিনা সেটা বড় প্রশ্ন।
তবে কাতারি মালিকানাধীন ক্লাবটি ওই অর্থে নেইমারকে ছাড়তে রাজি হলেও ব্রাজিলিয়ান সুপারস্টার চেলসিতে খেলতে রাজি হবেন কিনা সেটিই দেখার বিষয়! কারণ চলতি মৌসুমে ইংলিশ লিগে পয়েন্ট টেবিলে ১১ নম্বরে আছে চেলসি। অর্থাৎ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না তাদের।