ইউক্রেন ছাড়লো খাদ্যবাহী শেষ জাহাজ
২০২২ সালের জুলাইতে হওয়া চুক্তির মেয়াদ আগামী ২৪ ঘণ্টার মধ্যে না বাড়ালে আমদানিনির্ভর দেশগুলো বিপদে পড়ার পাশাপাশি বৈশ্বিক খাদ্য সংকট আরেও বাড়তে পারে।
কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য সারাবিশ্বে পৌছানোর ‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’র মেয়াদ আগামীকাল বৃহস্পতিবার (১৮ মে) শেষ হবে।
এর মধ্যে দু’বার ওই চুক্তির মেয়াদ বাড়ানো হলেও ১৮ মে’র মধ্যে নিজেদের কৃষিপণ্য রপ্তানিতে নিরাপত্তার ব্যাপারে কিছু শর্ত পুরণ না হলে চুক্তির মেয়াদ বাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট সামাল দিতে ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’ হয়। ওই চুক্তির আওতায় ইউক্রেন কৃষ্ণসাগরেরে রাশিয়া অধ্যুষিত অঞ্চল দিয়ে সারা বিশ্বে শস্য রপ্তানির অনুমোদন পায়।
গেলো নভেম্বর মাসে আরও তিন মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। পরে এ বছরের মার্চ মাসে নিজেদের শস্য রপ্তানির বিষয়ে কিছু শর্ত আরোপ করে আরও দু’মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয় রাশিয়া।
চুক্তির ফলে বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী খাদ্যপণ্যের মূল্য স্বাভাবিক হয়। কিন্তু এই চুক্তি বন্ধ হয়ে গেলে বিশ্বে আবারও খাদ্য সংকট ও খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।