আর্কাইভ থেকে ক্রিকেট

বৃষ্টির সুবাদে নিশ্চিত পরাজয় এড়ালো বাংলাদেশ

তিনটি চারদিনের অনানুষ্ঠানিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ফলোঅনে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে হার এড়াতে শুক্রবার সারাদিন ব্যাটিং করতে হতো আফিফের দলকে।

বৃষ্টি না এলে যা সম্ভব নাও হতে পারতো। সকালের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হয় শেষ দিনের খেলা।

তারপরও ইনিংস হারের শঙ্কায় ছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে শেষ পর্যন্ত জাকের আলী ও রিশাদ হোসেনের দৃঢ়তায় নিশ্চিত পরাজয় এড়িয়েছে আফিফ হোসেনের দল।

সিলেট প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৪২৭ রানের বড় স্কোর গড়ে ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৬৪ রানেই অলআউট হয়ে গেলে ফলোঅনে পড়ে।

এরপর শুক্রবার শেষ দিন মাত্র ২৪ রানে এগিয়ে থেকে ৭ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন