তিনি পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন: বুবলী
একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েই যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী। এবার কিং খানের প্রতি তোপ দাগলেন বুবলী। সে সঙ্গে গণমাধ্যমের সামনে ক্ষমাও চাইলেন এ অভিনেত্রী।
বুবলী বলেন, ‘আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি। সেটাই যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। এটার জন্য যদি আমাকে এতো মিথ্যা অপবাদ নিতে হয় তাহলে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। এটা হয়তো আমার ভুল হয়েছে কারণ আমি সংসার করতে চেয়েছি। আমি বার বার তাকে সম্মান দিয়েছি।’
বুবলী আরও বলেন, শাকিব নিজের সন্তানের মা’কে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন। এভাবে সাহসী হতে চেয়েছেন তিনি। সেই সঙ্গে পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন। এতে কী তার পৌরুষ প্রমাণিত হয়?
শুক্রবার (১৯ মে) সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাকিব বলেছেন, উনি আমাকে তার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এ কথা কী কোনো পুরুষের পুরুষত্ব? আমি সংসার করতে চেয়েছি, এটাই কী আমার ভুল?’।