আর্কাইভ থেকে ক্যাম্পাস

রিকশাচালকদের ঢাবি ছাত্রলীগের উপহার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার বিভিন্ন রুটে চলাচলের ভাড়া নির্ধারণ করে দেয়ার পর এবার রিকশাচালকদের নির্ধারিত পোশাক, পানির বোতল ও গামছা উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ১০০ রিকশাচালকের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিকভাবে রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তারই অংশ হিসেবে  ১০০ জন রিকশাচালককে নির্দিষ্ট পোশাক দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের একটি করে পানির বোতল এবং একটি করে গামছা উপহার হিসেবে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২১ মে) থেকে ছাত্রলীগ নির্ধারিত ভাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কার্যকর হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের অফিসে গিয়ে রিকশা ভাড়া সম্পর্কিত প্রস্তাব করেন। পরে প্রশাসনের সম্মতিতে রিকশাভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়। ভাড়া সর্বনিম্ন ১৫ টাকা ও সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন