ঢাকায় আসছেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ে অন্যতম নায়ক যে মার্তিনেজ তা নিয়ে কোন বিতর্ক থাকার কথা নয়। এবার সেই এমিলিয়ানো মার্তিনেজকে সরাসরি দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
আগামী ৩ জুলাই আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকায় আসা একরকম নিশ্চিতই বলা যায়। সেই আসাটা এমির নিজের আগ্রহেই।
মার্তিনেজকে শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। কলকাতার সঙ্গে মার্তিনেজ ঢাকা ঘুরে যাবেন নিজের আগ্রহে। এর আগেও শতদ্রু দত্তর কলকাতায় এনেছিলেন ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও ম্যারাডোনা। গেল নভেম্বরে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও ঘুরে গেছেন।
এরই মধ্যে কলকাতায় মার্তিনেজের দুই দিনের সফরসূচিও চূড়ান্ত হয়ে গেছে। মার্তিনেজ কলকাতায় থাকবেন ৪ ও ৫ জুলাই। সেখানে মোহনবাগান ক্লাবে যাবেন, মালা পরাবেন ম্যারাডোনার ভাস্কর্যে, উদ্বোধন করবেন একটা ফুটবল ম্যাচের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখাও করবেন।
কলকাতা সফর চূড়ান্ত হওয়ার পর মার্তিনেজ নিজেই শতদ্রুকে বাংলাদেশেও আসার আগ্রহ দেখান। এরপর এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকার আনতে বেশ কটি প্রতিষ্ঠানের সঙ্গে শতদ্রু দত্তর আলোচনা চলছে বলে জানা গেছে । কাজ চলছে ঢাকায় তাঁর কার্যক্রম চূড়ান্ত করা নিয়েও। আপাতত ঠিক হয়ে আছে, ৩ জুলাই ভোরে মার্তিনেজ ঢাকায় পা রাখবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন উড়াল দেখেব কলকাতাফ উদ্দেশে।