ফুলবাড়ীতে সোনালী এজেন্ট ব্যাংকিং বালারহাট শাখার উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ মে) সকাল সাড়ে ১১ টায় বালারহাট বাজারের আলহাজ্ব সেকেন্দার আলী মার্কেটে প্রধান অতিথি হিসেবে এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন সোনালী ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী।
এছাড়া সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে এবং অফিসার সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বালারহাট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারীরা মসিউর রহমান দুদুল, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন চৌধুরী, শিমুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাহার আলী, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ব্যবস্থাপক তানজির পারভেজ প্রমুখ।