বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার জয়, আজ মাঠে নামছে ব্রাজিল
আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসরে মাঠে নামছে ব্রাজিলের যুবারা। প্রথম ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ শক্তিশালী ইতালি।
আজ রোববার আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। একই অঞ্চলের দেশ হওয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার কন্ডিশন প্রায় একই। তাই তারাও স্বাগতিক দেশের মতোই কিছুটা সুবিধা পাবে।
এর আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী দিনেই মাঠে গড়িয়েছে চারটি ম্যাচ। যেখানে স্বাগতিক আর্জেন্টিনা মাঠে নেমেছিল উজবেকিস্তানের বিপক্ষে।
আলবিসেলেস্তারা প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয় দিয়ে শুভ সূচনা করেছে। তবে চলমান আসরে আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারেনি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। লাতিন আমেরিকা থেকে কোয়ালিফাই করেছিল ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর।
তবে কোয়ালিফাই না করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত আয়োজক হওয়ায় বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে।