ব্রাজিল নয়, রিয়ালেই থাকতে চান আনচেলত্তি
বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচহীন অবস্থায় আছে ব্রাজিল। ইউরোপ থেকে এবার কোচ নিয়োগ দেবে এমন গুঞ্জনে সব থেকে জোরেশোরে শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির নাম। যদিও শুরু থেকে বিষয়টি ভিত্তিহীন বলছে রিয়াল।
কার্লো নিজেও কয়েকবার বলেছেন, তেমন কিছু ভাবছেন না। মাদ্রিদের সঙ্গে চুক্তির শেষ পর্যন্ত থাকাই তার একমাত্র লক্ষ্য। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ আছে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত।
তবে এই মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হওয়ার পর। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারের পর প্রশ্ন উঠছে তার ভবিষ্যৎ নিয়ে।
কিন্তু ব্রাজিলে যাওয়ার বিষয়টি বিষয়টি নিয়ে ‘ভাবছেন না’ সাবেক এসি মিলান, চেলসি ও পিএসজি কোচ।
রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে রিয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন এই ইতালিয়ান বলেন “সবাই খুব ভালোভাবে আমার পরিস্থিতি বুঝতে পারছে: ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত আমার চুক্তি আছে এবং আমি এখানেই থাকতে চাই।”