ইবির পরিবহনে রুটসহ নাম সংযুক্তির দাবি শিক্ষার্থীদের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যাতায়াতের পরিবহনগুলোতে রুট উল্লেখ সহ নাম সংযুক্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবিতে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের কাছে তারা স্মারকলিপি দিয়েছেন। রবিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক। স্মারকলিপি আমলে নিয়ে নামকরণ সংক্রান্ত ফাইলটি আমরা উর্ধ্বমূখী করে দিয়েছি। ভিসি স্যার অনুমোদন দিলে আমরা বাস্তবায়নে কাজ করবো।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে কুষ্টিয়া/ঝিনাইদাহ জেলাতে অবস্থান করি। ক্যাম্পাসের ক্লাস করার জন্য আসতে অথবা পুনরায় ফিরে যেতে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনের উপর নির্ভর করতে হয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলোর কোনো নাম না থাকায় আমরা শিক্ষার্থীরা অনেক সময় সঠিক বাস চিহ্নিত করতে পারি না।
তারা আরো বলেন, চিহ্নিত করতে না পারার কারণে আমরা ভুল বাসে উঠে পড়ি এবং সঠিক গন্তব্যে পৌছাতে বিলম্ব করে ফেলি। যেটা আমাদের জন্য অনেক ভোগান্তির কারণ। বাসগুলোতে রুটসহ নামকরণ করা থাকলে আমাদের এই ভোগান্তিটা দূর হতো। অতিদ্রুত আমাদের নিজস্ব বাসগুলোতে নামকরণ এবং অন্যান্য ভাড়া করা বাসগুলোতে প্ল্যাকার্ডের মাধ্যমে রুট উল্লেখ করে আমাদের সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।