আর্কাইভ থেকে ক্যাম্পাস

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রদিবাদের রাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ।

সোমবার (২২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন,  প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি।  আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বক্তব্যদাতা বিএনপির নেতাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।  এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে বিএনপির ওই নেতার বাড়ি অভিমুখে যাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী শাখা।  এ সময় জামায়েত–শিবির, ছাত্রদলকেও প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

প্রসঙ্গত, গেলো শুক্রবার (১৯ মে) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন