মুড়ির মোয়ার ভেতরে ১২ হাজার ইয়াবা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাকা রাস্তা এলাকায় মুড়ির মোয়ার ভেতর লুকিয়ে প্রায় ১২ হাজার ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত প্রিয়তোষ মজুমদার আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন এলাকার বাসিন্দা।
সোমবার (২২ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায় র্যাব। রোববার (২১ মে) বিকেলে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, রোববার বিকেলে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কর্ণফুলীর পাকা রাস্তা এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। পরে একই দিন বিকেল ৫টায় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামায় র্যাব। এ সময় বাস থেকে নেমে এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার ব্যাগে থাকা মুড়ির মোয়ার ভেতর কৌশলে লুকানো অবস্থায় ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।