দ্বিতীয় ম্যাচেও জয় পেল আর্জেন্টিনা
আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল মেসির উত্তরসূরীরা।
গুয়েতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো আর্জেন্টিনা।
মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে সান্তিয়াগো দেল এস্তারো স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ফরোয়ার্ড অ্যালেজো ভেলিজ।
এরপর ব্যবধান দ্বিগুণ করেন লুকা রোমেরো এবং শেষ গোলটি করেন ম্যাক্সিমো পেরোন।
তবে এই ম্যাচে চলমান বিশ্বকাপের দুললকেই প্রথম লালকার্ড দেখিয়েছে রেফারি। আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস এবং গুয়াতেমালা মিডফিল্ডার কার্লোস সান্তোসকে কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।